গিরগিটি ও একজন মেয়ে
হাজি বাড়ির ছেলে জামাল শহরে পড়তে গিয়ে বউ নিয়ে বাড়ি ফিরেছে। গ্রাম ভেঙে পড়ল হাজির উঠোনে। ওরা দেখতে চায় হাজির বউ কী রিয়্যাক্ট করে এই ঘটনায়। তার দেমাগে গ্রামে টেকা ভীষণ দায়—তার রাজপুত্রের মতো ছেলে, রাজকন্যার মতো বউ আনবে, গ্রামের মানুষদের এক রাতের ঘুম নষ্ট করবে, অতঃপর ঘরে তুলবে নতুন বউ। হাজির বউ একই রেকর্ড বাজাচ্ছে দশ বছর ধরে। অথচ, সেই রাজপুত্র বউ নিয়ে বাড়ি ফিরেছে সন্ধ্যারাতের অন্ধকারে ...
by চন্দন আনোয়ার | 05 May, 2023 | 490 | Tags : Bengali short story political culture patriarchy